
পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
পেশোয়ারের কোচা রিসালদার মসজিদের ভেতরে এ বিস্ফোরণ হয় বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রদেশটির লেডি রিডিং হাসপাতালে আহতদের নেয়া হয়েছে। হাসপাতালটির মিডিয়া ম্যানেজার অসীম খান জানান, এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) পেশোয়ার ইজাজ আহসান একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই হামলাকারী নগরীর কিসা খোয়ানি বাজারে একটি মসজিদে প্রবেশের চেষ্টা করেন। এসময় পাহারায় থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় তারা। এসময় এক পুলিশ সদস্য নিহত ও অপরজন আহত হন।
এই হামলার পরই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তা ওয়াহেদ খান জানান, শুক্রবার জুমার নামাজের জন্য মুসল্লিরা কোচা রিসালদারমসজিদে জড়ো হয়েছিলেন। ঠিক এই সময়ই বিস্ফোরণ ঘটে।
শায়ান হায়দার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করছিলাম। ঠিক এই সময় বিস্ফোরণ হয়। আমি ছিটকে মসজিদের সামনের রাস্তায় গিয়ে পড়ি। চোখ খুলে দেখি আমার চারপাশে লাশ আর লাশ।’
এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved