
জামিরুল ইসলাম সম্রাট,গাইবান্ধা প্রতিনিধি: প্রেসক্লাব গাইবান্ধার যুগ্ম সম্পাদক ও নিউজবাংলার গাইবান্ধা প্রতিনিধি সাংবাদিক পিয়ারুল ইসলামের নামে আদালতে মিথ্যা ও ভিত্তিহীন তদন্ত প্রতিবেদনে অপহরণ মামলা দায়েরের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন গাইবান্ধার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এর প্রতিবাদে আগামীকাল রোববার গাইবান্ধায় মানববন্ধনের ডাক দিয়েছেন তারা। গতকাল শুক্রবার প্রেসক্লাব গাইবান্ধার এক জরুরি মিটিং থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। সেখান বলা হয় মিথ্যা মামলা প্রত্যাহারসহ পিবিআইএর তদন্তকারী কর্মকর্তার মিথ্যা প্রতিবেদন দিয়ে সাংবাদিককে হয়রানির প্রতিবাদ ও দক্ষ অফিসারের মাধ্যমে পূনরায় তদন্তের দাবিতে এই মানববন্ধন দিয়ে আন্দোলনের সূচনা করা হবে। প্রয়োজনে কঠোর কর্মসূচিসহ লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে। এর আগে গত ১২ ডিসেম্বর রোববার দুপুরে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) বরাবর ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইএর এসআই দিপঙ্কর সরকারের বিরুদ্ধে মিথ্যা, সরেজমিন ও স্থানীয়দের জবানবন্দি না নিয়েই প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ দক্ষ অফিসারের মাধ্যমে মামলাটি পুণরায় তদন্ত করার দাবি জানিয়ে পিবিআই পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয় প্রেসক্লাব গাইবান্ধা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved