
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানায় সংযুক্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ত্বোয়াহা ইয়াসিন হোসেনের সার্কেল অফিসে বাস্তব প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে বিদায় সম্বর্ধনা অনুষ্টিত হয়েছে রবিবার (২১-মে) রাতে মাধবপুর থানার হল রুমে আয়োজিত এ বিদায় সম্বর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী (মাধবপুর-সার্কেল) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি (তদন্ত) মোঃ আতিকুর রহমান, ও মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর এস এম জালাল উদ্দিন ভুইয়া ও বাংলাদেশ গ্যাস ফিল্ডসের ডিজিএম মোস্তাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ সহ মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব রায়, এসআই কামাল হোসেন প্রমুখ। সম্বর্ধনার জবাবে বিদায়ী এএসপি ত্বোয়াহা ইয়াসিন হোসেন বলেন, মাধবপুর থানায় বাস্তব প্রশিক্ষণে স্বল্পকালীন সময় অবস্থান করার সময় পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে যে সহযোগীতা পেয়েছেন তা তার কর্মজীবনে স্মরণীয় হয়ে থাকবে, তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরবর্তী কর্মস্থলে যেন তার অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন সেজন্য দোয়া কামনা করেছেন সবার কাছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved