
‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’–সম্প্রতি রাজশাহীর এক বিএনপি নেতার দেয়া এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ এর দাঁতভাঙা জবাব দেবে জানিয়ে তিনি বলেন, ‘আর শান্তি নয়, এবার প্রতিরোধ।’
রোববার (২১ মে) বিকেলে বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’–এটিকে ভয়ংকর খবর উল্লেখ করে তিনি বলেন, “একটি ভয়ংকর খবর চাপা পড়ে গেছে। কী কারণে চাপা পড়ল আমি জানি না। রাজশাহীর পুঠিয়ার এক জনসভায় বিএনপির জেলা আহ্বায়ক আবু সাইদ বক্তৃতা করে বলেছেন, এবার এক দফা–‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’।”
‘মির্জা ফখরুল আজ ২৭ দফা, ১০ দফা থেকে এক দফায় নেমে এসেছেন। এক দফাই এখন তাদের একমাত্র দফা। ফখরুল বলছেন, শেখ হাসিনার পদত্যাগ। আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। আজ তারা এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। বিএনপি এখন এক দফার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতায় বসতে চায়,’ বলেন কাদের।
এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না বলে জানিয়ে দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সকল পর্যায়ের নেতাকর্মীদের বলতে চাই, আর শান্তি নয়, এবার প্রতিরোধ। অনেক শান্তি সমাবেশ করেছি, আজ ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। এরা আজ দলে দলে লন্ডন যাচ্ছে। পরামর্শ নিয়ে আসছে, শেখ হাসিনাকে হত্যা করাই তাদের একমাত্র কাজ।’
এ সময় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপি নেতার বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি যদি এই দেশে আবারও ক্ষমতা ফিরে পায়, তাহলে লাশের পাহাড় গড়ে উঠবে। এদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধুকন্যাকে রক্ষা করতে হবে। ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved