
উখিয়া: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(১৬ মে) ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এসময় ৫০ টি দোকান আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের পাশ্ববর্তী জামতলী বাজারে একটি মার্কেটে ভোরে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস কে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ১৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং ৩০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয় বলে জানা যায়।
অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন," ভোরে জামতলী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেলে দুটি ইউনিট গিয়ে দুই ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।"
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved