
ব্যয় কমানোর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিতে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় অনলাইনে সভা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৫ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের ব্যয়ের কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিতে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতি বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা যায় এমন সভাগুলো অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার পরামর্শ দেয়া হলো।
আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩-এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যয় কমানোর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিতে দেশের ব্যাংকগুলোকে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় অনলাইনে সভা করার পরামর্শ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
প্রসঙ্গত, অতিমারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই অনলাইনে বিভিন্ন সভার আয়োজন করত। তবে এখন যেহেতু কোভিড-১৯ সংক্রমণের মাত্রা অনেকটাই কমে এসেছে, সেহেতু সদস্যদের শারীরিক উপস্থিতিতে বিভিন্ন সভার আয়োজন করা হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved