
থাইল্যান্ডের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ৯৫ হাজার কেন্দ্রে একযোগে চলে ভোটগ্রহণ।
পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্য নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৫০ লাখ ভোটার। নির্বাচনে এবার অংশগ্রহণ করেছে প্রায় ৭০টি দল। তাদের মধ্যে এগিয়ে আছে ফেউ থাই দল; যার নেতৃত্বে আছেন ৩৬ বছরের পেতংতার্ন সিনাওয়াত্রা।
ওনেসুয়াত চক্রবুন্ধু নামে এক ভোটার বলেন, ‘নির্বাচনে আশানুরূপ ফলের অপেক্ষায় আছি। কেননা, আমি চাই, কোনো যুদ্ধ ছাড়াই দেশ সামনে এগিয়ে যাক।’
নির্বাচনে এগিয়ে আছে ফেউ থাই দল; যার নেতৃত্বে আছেন ৩৬ বছরের পেতংতার্ন সিনাওয়াত্রা। নিজের ভোট দেয়ার পর নির্বাচনে জয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করে পেতংতার্ন বলেন, ‘মানুষ পরিবর্তন চায়।’
অন্যদিকে আবারও ক্ষমতায় আসার জোর চেষ্টায় আছেন সেনা সমর্থিত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাও।
জরিপে ফেউ থাই দল এগিয়ে থাকলেও আদতে ক্ষমতায় আসতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান দেশটির নাগরিকরা। ২০১৪ সালের অভ্যুত্থানের পর সংবিধান পরিবর্তনের কারণে তৈরি হয়েছে এমন শঙ্কা।
নতুন নিয়মানুসারে কারো একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলে সিনেট সদস্যদের ভোটে সরকার গঠন করতে হবে। এ ক্ষেত্রে সমস্যা হলো, সিনেটের প্রায় সব সদস্যই সেনা সমর্থিত দল থেকে নিয়োগপ্রাপ্ত। তাই স্বভাবতই তাদের ভোট যাবে প্রায়ুথ চান ওচার পক্ষে।
-বিবিসি
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved