
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মুয়াজ্জিন হত্যা মামলায় দুই ভাই গ্রেফতার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে ঈদের দিন উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনার প্রতিবাদ করায় মসজিদের মুয়াজ্জিন ইরফান আলীকে হত্যা মামলার পলাতক আসামী দুই সহোদরকে গত (১২-মে) কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন একই গ্রামের সেলিম মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৭) ও তার ছোট ভাই শুভ (১৯) মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান গোপন সূত্রে খবর পেয়ে এক দল পুলিশসহ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর বাজারে একটি ফার্নিসারের দোকানে শুক্রবার সকালে অভিযান চালিয়ে আলোচিত মুয়াজ্জিন হত্যা মামলার অন্যমত আসামী দুই সহোদর কে গ্রেফতার করে মাধবপুর থানার পুলিশ।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আলোচিত হত্যা মামলায় এনিয়ে প্রধান আসামী সহ ৬জন কে গ্রেফতার করা হয়েছে। জয়নাল ও শুভ হত্যাকান্ডের পর আত্মগোপনে গিয়ে গ্রেফতার এড়াতে কিশোরগঞ্জের হোসেনপুরে গিয়ে একটি ফার্নিসার কারখানায় কাজ নেয় শনিবার গ্রেফতার দুই সহোদর কে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved