
স্টাফ রিপোটারঃ নোয়াখালী সদর উপজেলা থেকে এক নারীসহ সাত ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাইপগান, ১০ রাউন্ড গুলি, দুটি চাপাতিসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার ( ১১ মে) রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন: চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রামের আবদুল্লাহ মিয়ার ছেলে মনির হোসেন (৪৫), মনির হোসেনের স্ত্রী জুলেখা আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসরাফিল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল (২১), আজিজ মিয়ার ছেলে আবুল কালাম (২২), মমিন উল্যার ছেলে রহমত উল্যা (৪৫), নরোত্তমপুর ইউনিয়নের আবদুল গোফরানের ছেলে জাবেদ (৩৮) এবং বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের নূর নবীর ছেলে কামাল উদ্দিন (৪৫)।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সদর উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ও মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved