
গেল মার্চে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুই সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। যার প্রেক্ষিতে নির্বাচিত হন আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড় হিসেবে। সেই মাসসেরার পুরস্কার অবশেষে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের হাতে এসে পৌঁছেছে।
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও অলরাউন্ড নৈপুণ্যে দারুণ উজ্জ্বল ছিলেন সাকিব। টাইগারদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছিলেন টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। সিরিজের শেষ ম্যাচে ৭১ বলে খেলেছিলেন ৭৫ রানের অনবদ্য ইনিংস, আর বল হাতে ৪ উইকেট নিয়ে দলকে জিতিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
তবে টাইগাররা আসল চমক দেখিয়েছিল টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
ইংল্যান্ড সিরিজের ফর্ম আয়ারল্যান্ডের বিপক্ষেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ৯৩ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারির আসন পুনরুদ্ধার করেন তিনি। মার্চ মাসজুড়েই অলরাউন্ড পারফরম্যান্সে সবাইকে টেক্কা দেন এই অলরাউন্ডার। ১২ ম্যাচে ৩৫৩ রান করার পাশাপাশি উইকেট শিকার করেন ১৫টি।

আইসিসির সেই মাসসেরার পুরস্কার এসে পৌঁছেছে সাকিবের হাতে। আইসিসির সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পোস্ট করা ছবিতে সাকিবকে মাসসেরার পুরস্কার হাতে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে দেখা যাচ্ছে। বুধবার (১০ মে) আইসিসির পেজে ছবিটি পোস্ট করা হয়।
মার্চ মাসের সেরা নির্বাচিত হওয়ার পর সাকিব বলেছিলেন, 'পুরস্কারটি পেয়ে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন।'
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved