
নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজার। এতে অন্তত ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (০৮ মে) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
কেংড়াছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, সোমবার আনুমানিক বেলা ১টার দিকে মোছাদ্দেকের চায়ের দোকান থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ী ও স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর একটি দল যোগ দেয়। সবার প্রচেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে কেউ কেউ বলছে চায়ের দোকানের চুলা থেকেই আগুন লেগেছে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনে ৪০টি দোকান পুড়ে প্রায় ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।’
অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কী পরিমাণ দোকান পুড়েছে ও ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে। রিপোর্ট পেলে দোকানের সংখ্যা ও ক্ষতির পরিমাণ বলা যাবে।’
তিনি আরও বলেন ‘অগ্নিকাণ্ডের বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে জানানো হয়েছে। তারা আগামীকাল পরিদর্শনে আসবেন। তখন ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved