
নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে বজুরীখোলা গ্রামের কাজী বাড়ি সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- কাজী সুজাইদ রহমান (৫) ও কাজী তাহেরা আক্তার (৫)। তারা উভয়ে একই গ্রামের প্রবাসী কাজী সালাউদ্দিনের যমজ সন্তান এবং পাশের বড়ইয়া-কৃষ্ণপুর রেনেঁসা আইডিয়াল একাডেমীতে নার্সারির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া জানান, জমজ শিশু দুটি সোমবার বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর প্রথমে বাড়ি সংলগ্ন পূর্ব পাশে ঘুরতে গিয়ে আকস্মিকভাবে কাজী সুজাইদ রহমান ও তার বোন কাজী তাহেরা আক্তার পুকুরে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশু দুটির লাশ দেখতে পায় স্থানীয়রা।
এদিকে জমজ ভাইবোনের মর্মান্তিক এবং করুণ মৃত্যুতে পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved