
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে রাজেন্দ্রপুর সিমান্তে বিজিবি সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে মাদক কারবারীরা। আত্মরক্ষার্থে ১ রাউন্ড গুলি ছুড়ে বিজিবি সদস্যরা। গত শুক্রবার রাতে বিজিবি ঘটনাস্থল থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
২৫ বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ধর্মঘর রাত্রিকালিন বিজিবি টহলদল রাজেন্দ্রপুর সীমান্তে টহলে যান। এসময় সীমান্তবর্তী গ্রামের ফুয়াদ হাসান শাকিবের নেতৃত্বে ১০/১৫ জনের সংঘবদ্ধ চোরাকারবারী দল ওই সীমান্ত দিয়ে ভারতীয় মাদক দ্রব্য পাচার করছিলেন। টহল বিজিবি দল বিষয়টি আচ করতে পেরে তাৎক্ষনিক অভিযানে যান।
চোরাকারবারী দল এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবির ওপর অর্তকিত হামলা চালায়। বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে এসএমজির ১ রাউন্ড গুলি ছুড়লে চোরাকারবারীরা চত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বিজিবির পক্ষ থেকে মাধবপুর থানায় মামলার দেওয়ার প্রস্ততি চলছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved