
গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৯১ জন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
অধিদফতরের তথ্যমতে, নতুন শনাক্ত হওয়া ১৯১ জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জন। মারা যাওয়া দুইজনকে নিয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ৪৩ জন করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন বলেও জানাচ্ছে অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত ১৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন সুস্থ হয়ে উঠলেন।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক ১৭ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক সাত শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved