
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচায্যের ঘুষ লেনদেনের প্রতিবাদ ও সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবপুর উপজেলা পরিষদ গেইট এলাকায় গত মঙ্গলবার বিকালে সংক্ষিপ্ত সময়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী পুরুষ সহ কয়েশ লোক অংশ নেয়।
বদলি জনিত রিলিজ পেপারে স্বাক্ষরদানে ওই শিক্ষা কর্মকর্তা কয়েক জন শিক্ষকের কাছ থেকে ঘুষ লেনদেন করে। এ নিয়ে ২৭এপ্রিল বিকালে পৌর এলাকার সৌরভ পাঠান নামে ঢাকা কলেজের এক মেধাবী ছাত্রের সাথে কথা কাটাকাটির জের শিক্ষা কর্মকর্তা ওপর হামলা হয়।
এ ঘটনায় সৌবভ কারাগারে আছে এনিয়ে সৌবভের মা সংবাদ সম্মেলন করে শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্যরে বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তুলেন। শিক্ষকরা হামলাকারীর বিরুদ্ধে প্রতিবাদ সভা করে। এর পর এলাকাবাসী শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে মানববন্ধন করে সুষ্ঠ তদন্ত দাবি করে অবিলম্বে শিক্ষা কর্মকর্তার অপসারণ দাবি করেন পাল্টা পাল্টি কর্মসূচি কে ঘিরে মাধবপুর উপ্তপ্ত হয়ে যাচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved