
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ ভৈরবে চন্ডিবের শহীদ আইভি ফরিদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার পৌর শহরের চন্ডিবের শহীদ আইভি ফরিদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরুতে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহ-সভাপতি আতিউর রহমান দ্বীপক।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিসিবি সভাপতি ভৈরব কুলিয়াচর মাননীয় সংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপনের মামাতো ছোট ভাই অত্র বিদ্যালয়ের সভাপতি ফারহান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- বিদ্যালয়ের সভাপতি ফারহান আহমেদ এর সহধর্মিণী বৃষ্টি আহমেদ, ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালেয় সভাপতি মোঃ ইকবাল হোসেন,পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহেদ আলী, ভৈরব পৌর আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক হাজী ফরহাদ আহমেদ,অত্র বিদ্যালয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিষ্টু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কামাল সরকার,আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম স্বপন,বিশিষ্ট সমাজসেবক সুমন সরকার,আওয়ামী লীগ নেতা অলি মিয়া, পৌর বিএনপি নেতা সগির মিয়া-সহ সকল সংগঠনের নেতাকর্মী, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক খিজির মোহাম্মদ মোরাদ সঞ্চলনায় অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের শিক্ষার্থীদের পুরস্কার করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved