
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত কৃষকরা হলেন- আব্দুল মালেক (৫০) ও মো. সোলেমান শেখ (৪২)।
আব্দুল মালেক সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নছিম খানের ছেলে এবং মো. সোলেমান শেখ একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে।
বহুলী ইউনিয়নের চেয়ারম্যান মো. ফোরহাদ হোসেন জানান, ঘটনার সময় আব্দুল মালেক ও সোলেমান নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার দাস জানান, কৃষকদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved