
নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জের তিন উপজেলায় হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।
রোববার (২৩ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতকে ঝড়ের সময় আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন: দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩৫), ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামের মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬৫) ও তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রমজান মিয়া (১৪)।
তারা সবাই নিজ নিজ এলাকার হাওড়ে ধানকাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার রণভূমি হাওড়ে ধানকাটার সময় মিলন মিয়া ও তারা মিয়া ঘটনাস্থলে মারা যান। এছাড়া ছাতক উপজেলার দেবেরগাঁও গ্রামের হাওড়ে বৃষ্টির মধ্যে ধান কাটার সময়, রমজান মিয়া, মহিম মিয়া ও একই উপজেলার বড়কাপন গ্রামের হাওড়ে ধান কাটার সময় বৃদ্ধ আরশ আলীর (৬৫) মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved