
নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে ভেসে আসা ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) মরদেহগুলো উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল শনিবার (২২ এপ্রিল) রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে এখন পর্যন্ত ১০টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।
ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বলেন, কক্সবাজারের স্থানীয় জেলেরা বঙ্গোপসাগরের গভীরে ফিশিং ট্রলারটি ভাসতে দেখে উপকূলে নিয়ে আসে। আনার পর ট্রলারের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। বিকেল চারটা পর্যন্ত দশটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কোন মরদেহ আছে কি না তল্লাশি চালানো হচ্ছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ট্রলারের ভেতরে থাকা মরদেহ পচে গেছে। ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে ট্রলারটি ডাকাতদলের হাতে পড়ে। সবগুলো মরদেহ ফিশিং ট্রলারের কোলেস্টোরেজের (হিমঘর) ভেতরে ছিল। এখন পর্যন্ত কারও পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল জানান, ওই ট্রলারে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved