
গাইবান্ধা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ঈদের দিন বিকাল সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আল-ইমরান (৩০)। সে নন্দীগ্রাম পৌরসভা দামগড়া গ্রামের নান্টু হোসেনের ছেলে। অন্যজন হলেন স্নাতক প্রথম বর্ষের ছাত্র আবিদ (২২)। তিনি গাইবান্ধা সদরের গোলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ঈদের দিন বিকেলে আবিদার বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল দ্রুত গতিতে চালাচ্ছিল। মোটরসাইকেলটি নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আবিদার ঘটনাস্থলেই মারা যান এবং তার বন্ধু মাহি আহত হয়। অন্য মোটরসাইকেলে থাকা আল-ইমরানসহ তার স্ত্রী মহাসড়কের উপর ছিটকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কুন্দারহাট হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved