
নিজস্ব প্রতিনিধিঃ তীব্র দাবদাহে সারা দেশের মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত, ঠিক তখনই সিলেটে হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আকাঙ্ক্ষার বৃষ্টি পেয়ে স্বস্তি ফিরেছে সিলেটবাসীর জীবনে।
বুধবার (১৯ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করে শুরু হয় ধমকা হাওয়া ও শিলাবৃষ্টি। এ বৃষ্টির স্থায়িত্ব হয় মাত্র ২০ মিনিট।
এর আগে সারা দিনজুড়ে দেশের অন্যান্য জেলার মত তীব্র রোদে পুড়েছে সিলেট। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা হলেও রাতের বৃষ্টি জনজীবনে স্বস্তি এনে দেয়। তবে বৃষ্টির কারণে কেনাকাটা করতে আসা মানুষ কিছুটা বিপাকে পড়লেও বৃষ্টির দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা।
ঈদের কেনাকাটা করতে আসা দিপু চৌধুরী বলেন, ‘হঠাৎ বৃষ্টির কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও খুব শান্তি অনুভব হচ্ছে।
সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী বলেন, ‘এখন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ২৩ তারিখ থেকে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে সিলেটের একটি উপজেলায় কিছুটা বৃষ্টিপাত হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved