
উখিয়া: কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত পাচার হচ্ছে শামুক ও ঝিনুক। প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) এলাকা হতে শামুক ও ঝিনুক পাচার যেনো থামছেনা। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে চলছে পাচার কার্যক্রম। যার সাথে জড়িত রয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।
সূত্রে জানা যায়, রমজান মাসে পর্যটকদের আনাগোনা কম থাকায় প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হওয়া স্বত্ত্বেও সৈকত থেকে প্রতি রাতে উত্তোলন করা শামুক ও ঝিনুক পাচার করা হয়। মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা।
সোমবার(১৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শামুক ও ঝিনুক পাচারের জন্য মজুদ করে রাখার সময় পাটুয়ারটেক সৈকতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। বনবিভাগ ও বীচকর্মীদের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ। অভিযানে ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) বলেন,"দীর্ঘদিন যাবত সৈকত থেকে সুকৌশলে কিছু ব্যবসায়ী শামুক ও ঝিনুক পাচার করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পাটুয়ারটেক সৈকতে অভিযান পরিচালনা করে ১শ ৫০ বস্তা জব্দ করা হয়। ইসিএ এলাকা হতে শামুক ও ঝিনুক উত্তোলন না করার জন্য অনুরোধ করছি। তথ্য উপাত্ত নিয়ে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।"
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved