
উখিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন উত্তর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি সম্পন্ন হয়েছে।
রবিবার(১৬ এপ্রিল) দুপুরে মরিচ্যা বাজার দক্ষিণ স্টেশনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন
উত্তর বিএনপির আহবায়ক আব্দুল গফুর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক এনাম। তিনি বলেন,"বর্তমান সরকার সবকিছুর দাম বৃদ্ধি করে জীবনযাপন কঠিন থেকে কঠিন করে তুলেছে। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই সর্বগ্রাসী দূর্নীতি,ভোটাধিকার হরণের প্রতিবাদে সকল শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে বিএনপি দুর্বার আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।
জেলা যুবদলের সদস্য সাজেদুল ইসলাম লিটন বলেন,"কেন্দ্র থেকে যখনই কর্মসূচি ঘোষণা করা হবে আমরা প্রস্তুত রয়েছি। বিএনপির নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এ সরকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।"
এসময় উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মির্জা জহির রায়হান, হলদিয়া পালং ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আবুল আজম চৌধুরী, ইউনিয়ন সদস্য কফিল উদ্দিন চৌধুরী, সাজেদুল ইসলাম লিটন, আমিনুল হক আমিন,মাহমুদুল হক চৌধুরী, অচিন্ত বড়ুয়া সেন, শাহাব উদ্দিন, আব্দুল আলম, যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা, হাজী উসমান,মিজানুর রহমান,মতিউর রহমান সহ প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved