
উখিয়া: বর্ণাঢ্য আয়োজনে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
শুক্রবার(১৪ এপ্রিল) সকাল ১০টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়৷ শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের গান পরিবেশন করেন।
সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এরপর পহেলা বৈশাখ উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved