
নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা চারটি গরু ও পরিবহনের কাছে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (০৫ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. সাজ্জাদুল ইসলাম সজীব, রাজশাহী জেলার কাশিডাঙ্গা উপজেলার রায়পাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদের ছেলে বিজয় ইসলাম ওরফে পিচ্চি বাবু, অপর দুই সদস্য সদর উপজেলার খামার পীরগাছা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম ও আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ।
পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, ‘গতকাল মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে চোরাই গরু ট্রাকে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ট্রাকে ওঠানোর সময় চারটি চোরাই গরু ও আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।’
পুলিশ সুপার আরও বলেন, ‘এ চোর চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে আসছিল। গরুগুলোর মালিক না পাওয়ায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved