
উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মায়ানমারের অবৈধ পণ্য জব্দ করা হয়।
সোমবার(৩ এপ্রিল) বিকেলে কুতুপালং বাজারে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় ঘন্টাব্যাপী পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ।
তিনি বলেন," নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে কুতুপালং বাজারের ৮টি মুদির দোকান থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মায়ানমারের নুডলস সহ অবৈধ পণ্য জব্দ করা হয়। পাশাপাশি রোহিঙ্গা কর্মচারী না রাখার জন্য দোকানদারদের সতর্ক করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।"
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved