
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে মুখ বন্ধ করার মামলা অভিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে হাজিরা দিতে সোমবার (৩ এপ্রিল) নিউইয়র্কে যাচ্ছেন। অভিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো ভিডিও বার্তায় নিজের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার বিরুদ্ধে আনীত অভিযোগকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকৃষ্টতম জঘন্য ঘটনা বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার বহুল আলোচিত হাশ মানি মামলায় আদালতে হাজিরা দেবেন ট্রাম্প। তার নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ‘যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখন তৃতীয় বিশ্বের দেশ। কেননা এখানে এই প্রথম কোনো প্রেসিডেন্টকে নিকৃষ্ট ও জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে, যা নজিরবিহীন।’
এদিকে মঙ্গলবার (৪ এপ্রিল) আদালতে হাজিরা দিতে সোমবার রাতে নিউইয়র্কে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট। থাকবেন নিজের ট্রাম্প টাওয়ারে। তবে তার এবারের আসাটা একেবারেই অন্যরকম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধ মামলায় অভিযুক্ত হয়েছেন।
অভিযুক্ত ট্রাম্পের আগমনকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে মার্কিন রাজনীতিতে। জানা গেছে, সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে হাতকড়া পড়ানো হবে না। তবে তারপরও কিছু বিষয় একেবারে নতুন। কেননা, এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি।
অপরদিকে, ডোনাল্ড ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে সব ধরনের টানাপোড়েনের জন্য প্রস্তুত নিউইয়র্ক। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এরই মধ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ম্যানহাটন ডিসট্রিক্টের সাবেক অ্যাটর্নি সাই ভ্যান্স সম্প্রতি এনবিসি টিভির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেছেন, ‘অভিযুক্ত হওয়ার পর ট্রাম্প যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি ভুল করেছেন। এতে তার বিরুদ্ধে মামলাকে আরও শক্তিশালী করবে।’ ওই বিবৃতিতে ট্রাম্প বর্তমান ডিসট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে ফ্লোরিডা ফিরে গিয়ে ওইদিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সাবেক প্রেসিডেন্ট।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved