
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এবার মাঠে গড়াতে যাচ্ছে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে চলতি সপ্তাহের মঙ্গলবার (৪ মার্চ) থেকে। ম্যাচ শুরুর দুইদিন আগে রোববার থেকে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে।
রোববার (২ মার্চ) টেস্ট ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-আয়ারল্যান্ডের লাল বলের লড়াই দেখতে দর্শকদের সর্বনিম্ন গুনতে হবে ১০০ টাকা।
আগের ম্যাচগুলোর মতোই টেস্ট ম্যাচের টিকিটও পাওয়া যাবে অনলাইন-অফলাইন দুই ভাবেই। আজ থেকেই অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে ব্যক্তিগত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে মিলবে টিকিট। একটা জাতীয় পরিচয়পত্রে সর্বোচ্চ দুটি টিকিট পাওয়া যাবে।
অনলাইনে টিকিট কেনার পর একটি নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ দেয়া হবে। সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে।
অনলাইনে টিকিট একদিন আগে পাওয়া গেলেও স্টেডিয়ামে গিয়ে সরাসরি টিকিট পাওয়া যাবে আগামীকাল থেকে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। ম্যাচের দিনগুলোতেও এখানে একই সময়ে টিকিট পাওয়া যাবে।
সর্বনিম্ন ১০০ টাকায় স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট কেনা যাবে। এ ছাড়া ক্লাব হাউস ৩০০ টাকা, ভিআইপি ৫০০, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ ও নর্থ-সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০০ টাকা নির্ধারিত করেছে বিসিবি। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা থেকে মাঠে গড়াবে আয়ারল্যান্ড-বাংলাদেশের একমাত্র টেস্ট।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved