
স্টাফ রিপোটারঃ লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শমসেরনগর সীমান্তের ৮৬৪ নং পিলারের কাছে চুয়াঙ্গারখাতা টহলরত বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হন।
নিহত রবিউল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়ার ছেলে।
আহত যুবকের নাম শহিদুল। তিনি উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, রবিউল ইসলাম ও শহিদুলসহ ৫-৬ জন ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রিজ এলাকায় প্রবেশ করে। টের পেয়ে চুয়াঙ্গারখাতা টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলামের মৃত্যু হয় এবং আহত হন শহিদুল।
নিহত ওই ব্যক্তির মরদেহ সীমান্ত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম মাহবুবুল আলম খান বলেন, এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved