
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে রাখা হয়েছে একাধিক চমক।
আগামী ৪ এপ্রিল আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার তিন দিন আগে শনিবার (১ এপ্রিল) বিসিবি একাধিক চমক রেখে দল ঘোষণা করেছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিতে স্কোয়াডে সাকিব আল হাসান ও লিটন দাস থাকবেন কিনা সেটা নিয়ে ছিল সংশয়। তবে সাদা পোশাকের ম্যাচটিতে এ দুজনকে স্কোয়াডে রেখেছে বিসিবি। তাদের সঙ্গে চমক রেখে দলে ফিরিয়েছে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved