
গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চারবারের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ভারতের টি ২০ টুর্নামেন্ট ২০২৩ আইপিএল। শুরুতেই পান্ডিয়া-ধোনি লড়াই।
আহমেদাবাদে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ১০টি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।
প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। লিগপর্বে প্রতিটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে ১৪টি করে ম্যাচ। আইপিএলের ১৬তম সংস্করণের সব ম্যাচ ৫২ দিনে অনুষ্ঠিত হবে ভারতের ১২টি ভেন্যুতে।
এবারের আইপিএলে সাকিব আল হাসান ও লিটন দাস কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলবেন। কলকাতার প্রথম ম্যাচ আগামীকাল পাঞ্জাবের বিপক্ষে। মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।
এদিকে আজ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় সিনেতারকা রাশমিকা মান্দানা ও তামান্না ভাটিয়া। স্টার স্পোর্টস সরাসরি আইপিএলের সব ম্যাচ দেখাবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved