
উখিয়া প্রতিনিধি: উখিয়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ন আহবায়ক মনোনীত হলেন মামুন চৌধুরী।
শুক্রবার(৩১ মার্চ) দিবাগত রাতে কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মো. মারুফ আদনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নবগঠিত কমিটির যুগ্ন আহবায়ক মামুন রুমখাঁপালংয়ের নুরুল আলমের মেঝ ছেলে। শহিদ এটিএম জাফর আলম,সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলমের আপন ভাতিজা। তার ভাই মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আওয়ামী পরিবার হিসেবে তার পরিবারের রয়েছে সুনাম। মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে দেশের স্বাধীনতার জন্য ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম হত্যার শিকার হন শহিদ এটিএম জাফর আলম।
এদিকে,মামুন চৌধুরী বর্ণাঢ্য এক রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে উখিয়া উপজেলায় রয়েছে সুনাম ও খ্যাতি। সে উখিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন। উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মনোনীত করায় জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved