
স্টাফ রিপোটারঃ রংপুর রেলস্টেশনের প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে রাজু মিয়া (২২) নামে এক যুবকের এক হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার রাজু মিয়ার বাড়ি রংপুর নগরীর আশরতপুর।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম।
তিনি জানান, বেলা ১১টার দিকে রংপুর রেলস্টেশনের প্লাটফর্মে একটি ট্রেন ধীরগতিতে থামার সময় রাজু মিয়া লাইন পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রেলওয়ে পুলিশ।
এ বিষয়ে রংপুর স্টেশন সুপারিন্টেনডেন্ট শংকর গাঙ্গুলী বলেন, বুড়িমারি থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল ট্রেন-৪৬২ বেলা ১১টায় প্লাটফর্মে ঢুকে ধীরগতিতে চলছিল। সেসময় ঝুঁকি নিয়ে রেল লাইন পার হওয়ার চেষ্টা করে ওই যুবক। এতে তার দুটি পা এবং ডান হাত বিচ্ছিন্ন হয়েছে। যা খুবই দুঃখজনক।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved