
আফগানিস্তানে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএসজিএস জানিয়েছে মঙ্গলবার (২১ মার্চ) স্থানীয় সময় রাতে দেশটির তাখার প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
ভূমিকম্পের আঘাত যেন থামছেই না। একের পর এক ভূকম্পনে কেঁপে চলেছে বিশ্বের বিভিন্ন অঞ্চল।
এদিকে আফগানিস্তানের ভূমিকম্পে কেঁপেছে ভারত, পাকিস্তান, চীন ও তাজিকিস্তানসহ কয়েকটি দেশ।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের তাখার প্রদেশের কালাফগান এলাকার ৯০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ ও পেশওয়ারসহ পাকিস্তানের বেশিরভাগ এলাকাকে প্রকম্পিত হয়েছে। এছাড়া ভূমিকম্পে নয়াদিল্লি প্রায় দুই মিনিট ধরে কেঁপেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved