
নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০টির বেশি দোকান ও বসতঘর পুড়ে গেছে।
বুধবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ করে বলিপাড়া বাজারের একটি চায়ের দোকানে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অর্ধশতাধিক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
বেশিরভাগ দোকান আধা-পাকা বাঁশ কাঠের হওয়ায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ায় জিনিসপত্র তেমন একটা বের করতে পারেনি স্থানীয়রা। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা না গেলেও স্থানীয়দের ধারণা ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
থানচি ফায়ার স্টেশনের কর্মকর্তা পেয়ার আহাম্মদ জানান, আগুনে ৫০টির মত দোকান পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকান অথবা গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা তালিকা করছি। তালিকা করার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক বলেন, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে ৫০টির মত দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. আবুল মনসুর বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved