
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নে বজ্রপাতে পঁচটি গরুর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ মার্চ) দিবাগত রাতে ইউনিয়নের এলংজানি গ্রামে ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাতে বৃষ্টির সময় এলংজানি গ্রামের মাজেদ আলী প্রামানিকের গোয়াল ঘরে বজ্রপাত হয়। এতে গোয়াল ঘরটিতে থাকা পাঁচটি গরু মারা গেছে। এতে মাজেদ আলীর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) বলেন, দুই ঘণ্টার বৃষ্টি ও বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। তবে এ সময় কোনো মানুষ হতাহত হননি। এক সঙ্গে পাঁচ গরুর মৃত্যুতে মাজেদ আলী একেবারে নিঃস্ব হয়ে গেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, বজ্রপাতে পাঁচটি গরু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved