
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটেছে বাংলাদেশ ক্রিকেট দল। সে সময়ে উপস্থিত ছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানসহ ক্রিকেট দল।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ কেক কাটার আয়োজন করা হয়। সে সময়ে দলের পক্ষ থেকে কেক কাটেন নাজমুল হোসেন শান্ত।
শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। সেজন্য গত ১৬ মার্চ সিলেট পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। আজ সকালে অনুশীলন শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটে ক্রিকেটাররা।
কেকের ওপরে বঙ্গবন্ধুর স্মরণে লেখা ছিল, ‘জাতি আজ স্মরণ করছে / তোমায় বিনম্র শ্রদ্ধায় / তুমি থাকবে চির অমর হয়ে / অনিঃশেষ ভালোবাসায়।’
প্রথম ওয়ানডের পরে আগামী ২০ ও ২৩ মার্চ সিলেটে বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট পর্ব শেষে ২৭, ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রামের সাগরিকায় হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর একমাত্র টেস্টটি মিরপুরে শুরু হবে ৪ এপ্রিল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved