
উখিয়া প্রতিনিধি: "নিরাপদে ড্রাইভ করুন,জরিমানা এড়িয়ে চলুন"- এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া ট্রাফিক বিভাগের উদ্যোগে নিরাপদ সড়ক কর্মসূচি উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। গত ৯ মার্চ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এরপর থেকে বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(১৪ মার্চ) উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ নাজিমুল ইসলামের নেতৃত্বে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সড়কে চলাচলকারী যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলা সহ নিরাপদ ড্রাইভিংয়ের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে অবগত করা হয়।
উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ নাজিমুল ইসলাম বলেন," নিরাপদ সড়ক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের নির্দেশে কোর্টবাজার স্টেশনে দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সবার মাঝে নিরাপদ ড্রাইভিংয়ের বিষয়টি নিশ্চিত করে দূর্ঘটনা হ্রাসের দিকটি প্রাধান্য দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চালকদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। আশা করি সকলে ট্রাফিক আইন মেনে চলবেন এবং যাত্রা নিরাপদ করবেন।"
এসময় সার্জেন্ট মো. রোবায়েত, টিএসআই রুক মিয়া সহ উখিয়া থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved