
নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৫টি মামলায় নতুন করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মোট ১৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পর্যন্ত এ ঘটনায় নতুন করে তিনজনকে গ্রেফতার করা হয়।
পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, মঙ্গলবার সকালে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত ১৯৩ জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আরও জানান, সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী ও দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো সাধারণ নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না। তবে শহরের বিভিন্ন পয়েন্টে ও আহমদ নগর এলাকায় পুলিশ ও বিজিবি সর্তক অবস্থায় রয়েছে বলে জানান পুলিশ সুপার।
এর আগে চলতি মাসের ৩ তারিখে পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ মার্চ থেকে আলাদাভাবে পঞ্চগড় সদর থানায় ২০ ও বোদা থানায় ৫টিসহ মোট ২৫টি মামলা করা হয়। এরপর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ ও র্যাব।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved