
ইসরাইলে বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে। একে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ বলে অভিহিত করা হচ্ছে। টানা দশ সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ সমাবেশ চলছে। খবর বিবিসির।
শনিবার (১১ মার্চ) প্রায় ৫ লাখ বিক্ষোভকারী দেশব্যাপী রাস্তায় নেমেছিলেন। ইসরাইলি হারেটজ সংবাদপত্রে এ গণ-জোয়ারকে ‘দেশের ইতিহাসে বৃহত্তম বিক্ষোভ’ বলে খবর প্রকাশ করে।
বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে এদিন তেল আবিবের রাজপথে নামেন লাখো মানুষ। ইসরাইলের জাতীয় পতাকা হাতে, ড্রাম বাজিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে। তাছাড়া, এই বিচার ব্যবস্থা কার্যকরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে চলা আইনি মামলা থেকে বাঁচার সুযোগ খুঁজছেন বলেও অভিযোগ করেন তারা।
নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কারের নামে ইসরাইলে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।
এক বিক্ষোভকারী বলেন, বিচার ব্যবস্থা সংস্কারের নামে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে বর্তমান সরকার। আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি।
গত ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি।
নতুন সংশোধনীতে, সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। এই উদ্যোগের জেরে নেতানিয়াহু নিজ রাষ্ট্রের জনগণের রোষানলে পড়েন। বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। শুরু হয় আন্দোলন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved