
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় তুলার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সকাল ১১টার দিকে ছোট কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরি পাড়া এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট যোগ দেয়। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিস জানায়, তুলার গুদামে স্থাপনা মেরামতের লক্ষ্যে গ্যাস সিলিন্ডার দিয়ে ইস্পাত ওয়েল্ডিং ও কাটিং করার সময় আগুন ধরে যায়। পরে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved