
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ঢাকার বাসিন্দা।
বুধবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, একই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।
সারা দেশে ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১৫ জন এবং ঢাকার বাইরে ১৪ জন।
২০২৩ সালের ০১ জানুয়ারি থেকে ০৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় রয়েছেন ৩৬৯ জন এবং ঢাকার বাইরে ৪০০ জন।
একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৭৩১ জন। তাদের মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৪৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩৮৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন, মারা যান ২৮১ জন। ২০২১ সালে আক্রান্ত ছিলেন ২৮ হাজার ৪২৯ জন, মারা যান ১০৫ জন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved