
নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় আরাফাত ইসলাম তানভীর (২০) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের দাদি আসমা খাতুন জানান, আরাফাত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মামুদি গ্রামের মো. আলমিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ কমলাপুর কবরস্থান রোডে একটি বাসায় থাকতেন। সে আবুজর গিফারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
হাসপাতালে মৃত তানভীরের পরিচিত সালমান ইসলাম সাকিব জানান, তানভীর শুক্রবার রাতে সাব্বির ও অমিত নামে দুই বন্ধুকে নিয়ে এলাকাতেই একটি অনুষ্ঠানে যান। সেখান থেকে নিজের মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেল চালাচ্ছিলেন তানভীর নিজেই। রাত সাড়ে ১২টার দিকে আরামবাগ রয়েল ডিলাক্স বাস কাউন্টারের পাশে হায়েস মাইক্রোবাস ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ৩ জন। এতে গুরুতর আহত হন তানভীর। দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে সেখানে মৃত্যু হয় তার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশ তদন্ত করে দেখছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved