
বিশ্বের ধনী ব্যক্তির শীর্ষস্থান ফিরে পাওয়ার ৪৮ ঘণ্টা না কাটতেই সেই তকমা হারালেন জনপ্রিয় সামাজিকমাধ্যম টুইটার ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক।
মবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের সবশেষ তথ্যে উঠে এসেছে এমন তথ্য।
বুধবার (১ মার্চ) টেসলার ইনভেস্টর ডে অনুষ্ঠানে গাড়ি উৎপাদনের খরচ অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ ঘোষণার পরপরই কমতে শুরু করে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের দর। যার ধাক্কায় ৪৮ ঘণ্টার মধ্যেই ফের শীর্ষ ধনীর স্থান হারিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
এদিন টেসলার শেয়ার ৫ শতাংশ কমার পর একদিনে মাস্কের সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার কমে যায়। এতে তার সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ১৮৪ বিলিয়ন। অথচ মাত্র দুদিন আগেই ফরাসি ধনকুবের বার্নাড আর্নোকে সরিয়ে নিজের হারানো শীর্ষ স্থানটি দখল করেছিলেন তিনি।
অপরদিকে ফরাসি ব্যবসায়ী বার্নাড আরনল্টের সম্পত্তির পরিমাণ বেড়ে ১৮৬ বিলিয়ন ডলারে পৌঁছায়। এতে করে বার্নার্ড শীর্ষে চলে আসেন।
ইনভেস্টর ডে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হেডকোয়ার্টারে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিনিয়োগকারীদের মুখোমুখি হন কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সামনে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইনভেস্টর ডের অনুষ্ঠানে ইলন মাস্ক তার প্রতিশ্রুত কম দামের ইলেক্ট্রিক গাড়ির ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেননি। যা হতাশ করেছে বিনিয়োগকারীদের। এর প্রভাব পড়েছে টেসলার শেয়ারের দরে।
এর আগে বাজারে গুজব ছড়ায়, এদিন টেসলার ব্যয় সাশ্রয়ী ২৫ হাজার ডলার দামের নতুন মডেলের গাড়ির ঘোষণা দেবেন মাস্ক। তবে টেসলা তার প্রজন্মের গাড়িগুলোর উৎপাদনে বর্তমানের মডেল থ্রি ও মডেল ওয়াই-এর জন্য অর্ধেক খরচ করবে বলে অনুষ্ঠানে জানান টেসলার চিফ ইঞ্জিনিয়ার লার্স মোরাভে।
এদিকে ইনভেস্টর ডের অনুষ্ঠানে একদল কর্মকর্তাকে নিয়ে ইলন মাস্কের মঞ্চে হাজির হওয়ার বিষয়টি কিছুটা বিস্মিত করে বাজার সংশ্লিষ্টদের। ধারণা করা হচ্ছে, বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াতেই এই পথ বেছে নেন ইলন মাস্ক।
তবে সম্প্রতি টুইটার কেনাসহ নানা কারণে বিতর্কিত হয়ে পড়ে মাস্কের ইমেজ। এ পরিস্থিতিতে পর্দার আড়ালে থাকা কর্মকর্তাদের সামনে এনে ইতিবাচক বার্তা দেয়ার চেষ্টা করছেন মাস্ক।
সূত্র- রয়টার্স
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved