
দেশের ৬৩ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। নতুন শনাক্ত হওয়া চারজন ঢাকা মহানগরের।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর ছাড়া দেশের ৬৩ জেলায় নমুনা পরীক্ষা করা হলেও নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের। এছাড়াও সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে রোগীসহ সুস্থ হয়েছেন ৪০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ তিন হাজার ৭৯৮ জন।
একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৫৪১টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৫৩৭টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ২৬ শতাংশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved