
নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার চোরচক্রের তিন মূল হোতাসহ ৯ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ৫টি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম।
এ সময় কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ উপজেলার বেহুতা গ্রামের মো. আনজু আলীর ছেলে মো. সাইদুর ওরফে সহিদুল ইসলাম (৩০) (বর্তমানে কুমিল্লা মহানগরীর শাকতলা এলাকার বাসিন্দা), কুমিল্লার সদর দক্ষিণের শাকতলা দক্ষিণ পাড়া এলাকার ভাড়াটিয়া মো. রুবেল (২৮), কুমিল্লার চান্দিনা উপজেলার অম্বরপুর গ্রামের আ. রউফের ছেলে মো. শরীফ (৩২), লালমাই থানার বেলঘর ইউনিয়নের সোন্ডা গ্রামের মো. সাইদুল হকের ছেলে শাহ ইমরান ওরফে শাহীন (৩৪), চান্দিনার মহিচাইল এলাকার ছারু মিয়ার ছেলে মো. রুবেল (২৫), চান্দিনার মহিচাইলের সাকোচ গ্রামের আবু তাহেরের ছেলে ছাদেক হোসেন (৩৭), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কুটিয়া লক্ষীপুরের এবাদ উল্লাহর ছেলে মো. মানিক হোসেন (২৭), কুমিল্লার চান্দিনার ইলিয়টগন্জের মৃত আরব আলীর ছেলে মো. লিটন (৩২) ও মুরাদনগর উপজেলার দারেরা লক্ষীপুর গ্রামের (বর্তমানে নগরীর শাকতলা একার ভাড়াটিয়া) মৃত. গাছ বেপারী কাশেমের ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ১০ ফেব্রুয়ারি সদর দক্ষিণের কোটবাড়ির চাঙ্গিণী এলাকার ফজলুর রহমান নামাজে গেলে তার ব্যাটারি চালিত অটোরিকশাটি চুরি হয়ে যায়। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরে ওই মামলার সূত্র ধরে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved