
একশটিরও বেশি দেশে নেটফ্লিক্স তাদের সাবস্ক্রিপশনের চার্জ কমাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নেটফ্লিক্সের শো-র চাহিদা থাকলেও চড়া সাবস্ক্রিপশন চার্জের কারণে দর্শকসংখ্যা কম। সেই বিবেচনায় বেশির ভাগ কম-আয়ের দেশগুলোতে সাবস্ক্রিপশন ফি কমানো হচ্ছে বলে জানানো হয়েছে।
বিশেষত এমন দেশে, যেখানে নেটফ্লিক্সের দর্শক কম। এই দেশগুলোতে প্রসার বাড়াতেই এমন পদক্ষেপ। এরই মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি বাজারে দাম কমিয়েছে নেটফ্লিক্স। এই অঞ্চলে তাদের বাজার দখল অনেকটাই কম।
এই সাবস্ক্রিপশন চার্জ হ্রাসের ফলে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনসহ প্রায় ১ কোটিরও বেশি গ্রাহক উপকৃত হবেন। স্বাধীন গবেষণা সংস্থা অ্যাম্পিয়ার অ্যানালাইসিস এমনটাই জানিয়েছে। এশিয়া, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই দাম কমানোর নীতি নেয়া হয়েছে।
এরই মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি বাজারে দাম কমিয়েছে নেটফ্লিক্স। এই অঞ্চলে তাদের বাজার দখল অনেকটাই কম। নেটফ্লিক্সের শো-র চাহিদা থাকলেও চড়া সাবস্ক্রিপশন চার্জের কারণে দর্শকসংখ্যা কম। বরং আমাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টারের দিকেই যান ওটিটি দর্শকরা।
নেটফ্লিক্সের অবশ্য তুরুপের তাস হতে চলেছে কম দামের বিজ্ঞাপনসহ প্ল্যান। অনেকটা ইউটিউবের মতোই ভিডিওর শুরু বা মাঝে বিজ্ঞাপন দেখাবে নেটফ্লিক্স। এর ফলে সাবস্ক্রিপশনের টাকা কিছুটা কমিয়ে সেখান থেকেই আয় করে নেবে তারা। এদিকে একটু বিজ্ঞাপন দেখতে হলেও দর্শকদের খরচ কিছুটা কমবে।
বেসিক সাবস্ক্রিপশন প্ল্যানের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ কমানো হয়েছে। অন্যান্য প্ল্যানেও ১৭ শতাংশ থেকে ২৫ শতাংশ কাটছাঁট করা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved