
নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মালিবাগে বর্ষণ আন্তনী গনছালভেস (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুরের কালীগঞ্জের তিরিয়া গ্রামের শীতল গনছালভেস ও নিকি গনছালভেস দম্পতির সন্তান বর্ষণ শান্তিনগরে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ও-লেভেলে পড়ত। বর্তমানে পরিবারটি মালিবাগ সোনালীবাগ এলাকায় ভাড়া থাকে।
হাসপাতালে বর্ষণের বাবা জানান, দেরি করে বাড়ি ফেরায় বৃহস্পতিবার রাতে ছেলেকে সামান্য বকাঝকা করেন তিনি। এরপর সবকিছু স্বাভাবিক ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে মা-বাবা দুজনই একটি কাজে বাসার বাইরে যান।
দুপুর ১টার দিকে বাসায় ফিরে বর্ষণের রুমে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে সে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved