
আলোচিত ধনকুবের গৌতম আদানি ধনীদের তালিকায় আরও এক ধাপ নিচে নেমে গেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভারতের পুঁজিবাজারে ব্যাপক পতনে আদানির সম্পদমূল্য আরও ৬২০ কোটি মার্কিন ডলার বা ১২ দশমিক ৪৮ শতাংশ কমেছে। এদিন তার তালিকাভুক্ত সব কোম্পানির দর কমেছে।
জানা যায়, যুক্তরাষ্ট্রে বন্ডের সুদহার বৃদ্ধির কারণে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন পুঁজিবাজারে সূচকের পতন হয়। এর প্রভাবে আজ ভারতের পুঁজিবাজারেও ব্যাপক ধস নামে। বাজারটির প্রধান দুই সূচক নিফটি ও সেনসেক্সের ব্যাপক পয়েন্ট কমেছে।
এদিন ফোর্বসের খবরে বলা হয়, বুধবার আদানি গোষ্ঠীর ১০টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে সব কটির দরপতন হয়েছে। আদানি পাওয়ার লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ শতাংশ এবং আদানি এন্টারপ্রাইজের ১১ শতাংশ। এই দুই কোম্পানির পাশাপাশি আদানির অন্যান্য কোম্পানির দরপতনের কারণে এক দিনেই আদানি গোষ্ঠীর বাজার মূলধন কমেছে ৫১ হাজার ২৯৪ কোটি রুপি। এর প্রভাবে আলোচিত আদানির সম্পদমূল্যও কমেছে।
তথ্য অনুযায়ী, বড় দরপতনের কারণে গৌতম আদানির সম্পদমূল্য আরও ৬২০ কোটি ডলার বা ১২ দশমিক ৪৮ শতাংশ কমেছে। সম্পদমূল্য কমায় ধনীদের তালিকায় আজ তার অবস্থান হয়েছে ২৬তম। এর আগে গত রোববার ফোর্বসের তালিকায় আদানির অবস্থান ছিল ২৪তম।
এদিকে গত এক মাসের কম সময়ে আদানি গোষ্ঠীর বাজার মূলধন কমেছে প্রায় ১১ দশমিক ৬২ লাখ কোটি রুপি। এ সময়ে আদানি গোষ্ঠীর স্টকের দর ৬০ শতাংশের বেশি কমেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved