
অবশেষে লোডশেডিংয়ের কবল থেকে মুক্তি পেল অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা। তবে এ সুবিধা ভোগ করতে পারবেন নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী গ্রাহকরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত হলেও চড়া দামের কারণে অসন্তোষ দেখা দিয়েছে দেশটির নাগরিকদের মাঝে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
এক বছরেরও বেশি সময় ধরে লোডশেডিংয়ের কবলে থাকা শ্রীলঙ্কায় স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রতিবেদনে জানানো হয়, গেল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশটি। তবে যেসব গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, শুধু তারাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ভোগ করবেন। এ বিষয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কোম্পানি জানায়, এখন থেকে আর আগের মতো দিনে ১২ থেকে ১৪ ঘণ্টার লোডশেডিংয়ের ভোগান্তি থাকবে না।
কর্তৃপক্ষের দাবি, আইএমএফ থেকে ঋণ আদায়ে মেনে নিতে হচ্ছে তাদের দেয়া শর্ত। যে কারণে অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে গ্রাহক পর্যায়ে। তবে শিগগির এ সংকট থেকে পরিত্রাণের আশ্বাস প্রশাসনের। অতিরিক্ত বিলের কারণে অসন্তোষ দেখা দিয়েছে গ্রাহক পর্যায়ে। গেল বছর আগস্টে বিদ্যুতের দাম ৭০ শতাংশ বাড়ায় শ্রীলঙ্কা সরকার। চলতি বছরের শুরুর দিকে এর দাম আরও ৬৬ শতাংশ বাড়ানো হয়।
এ নিয়ে সংবাদ সম্মেলনে দেশটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জানান, আইএমএফের পরামর্শ মেনে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে সরকারকে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগির দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।
করোনা মহামারি, ত্রুটিপূর্ণ করব্যবস্থা, অপব্যয় ও দুর্নীতির কারণে ২০২১ সালের শুরু থেকে ভয়াবহ অর্থনৈতিক চাপের মুখে শ্রীলঙ্কা। দেশের অর্থনীতিকে ফের দাঁড় করানোর জন্য আইএমএফের কাছে জরুরি ভিত্তিতে ২৯০ কোটি ডলার ঋণ চেয়েছে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার সরকার। কিন্তু ঋণ দেয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে কিছু শর্ত দিয়েছে আইএমএফ। সেসবের মধ্যে গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো–বিদ্যুতের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved